ধর্মপদ (পণ্ডিত বর্গ)


         যিনি [তোমারত্রুটি প্রদর্শন করেন  তজ্জন্য ভর্ৎসনা করেনসেই মেধাবীকে গুপ্তনিধি প্রদর্শকের ন্যায় দেখিবে। যে ব্যক্তি তাদৃশ পণ্ডিতকে ভজনা করে তাহার মঙ্গলই হয় অমঙ্গল নয়।
        যিনি উপদেশ দেনঅনুশাসন করেন এবং অসত্য নিবারণ করেন তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন।
        পাপী মিত্রের সংসর্গ করিবে নানরাধম ব্যক্তির সংসর্গ করিবে নাকল্যাণমিত্রদের  পুরুষোত্তমদের সংসর্গ করিবে।
        ধর্মপ্রাণ ব্যক্তি প্রসন্নচিত্তে সুখে বাস করেন ; পণ্ডিতব্যক্তি আর্যোপদিষ্ট ধর্মে সর্বদা রত থাকেন।
        সেচকগণ জলকে [যথেচ্ছপরিচালিত করেশরনির্মাতা শরকে ইচ্ছানুরূপ গঠন করেসূত্রধরেরা কাষ্ঠখ-কে আয়ত্ত করেআর পণ্ডিতগণ দমণ করেন নিজেকে।
       কঠিন পর্বত যেমন বায়ুদ্বারা কম্পিত হয় নাতদ্রুপ পণ্ডিত ব্যক্তিরা নিন্দা-প্রশংসাতে বিচলিত হন না।
.         গভীরস্বচ্ছ  অনাবিলহ্রদের ন্যায় পণ্ডিতব্যক্তিরা ধর্মোপদেশ শ্রবণ করিয়া প্রসন্ন হন।
        সৎপুরুষেরা সমস্ত আসক্তি বর্জন করেনসত্ত্বগণ কাম্য বস্তুর আলোচনা করেন নাতাঁহারা সুখে উলস্নাসিত কিংবা দুঃখে অবসন্ন হন না।
        যিনি অধর্মত নিজের জন্য কিংবা পরের জন্য পুত্রধন বা রাষ্ট্র কামনা করেন নাএমন কি সমৃদ্ধিও ইচ্ছা করেন না তিনিই প্রকৃত শীলবানপ্রজ্ঞাবান  ধার্মিক।
১০      [ধর্ম সাগরেরপারগামী মানুষের সংখ্যা নিতান্তই অল্পঅবশিষ্ট জনতা তার তীরেই ধাবমান।
১১       যাঁরা সুব্যাখ্যাত ধর্মানুযায়ী জীবনগঠনে প্রবৃত্তকেবল তাঁরাই সুদুস্তর মৃত্যুর অধিকার উত্তীর্ণ হয়ে পরপারে গমণ করেন।
১২-১৩পণ্ডিত অসত্য(কৃষ্ণধর্ম ত্যাগ করিয়া সত্য (শুক্‌রধর্ম অনুসরণ করিবেনআগার হইতে অনাগারত্ব লাভ করিয়া যে নিঃসঙ্গতায় (বিবেকআনন্দলাভ দুঃসাধ্য সেই নিঃসঙ্গতাতেই তিনি অভিরতি (আনন্দলাভের সাধনা করিবেনকামনা ত্যাগ করিয়া  অকিঞ্চন হইয়া পণ্ডিত চিত্তত চিত্তক্লেশ হইতে নিজেকে পরিশুদ্ধ রাখিবেন।
১৪      সম্ভোধি-অঙ্গে যাঁহাদের চিত্ত সুগঠিত হইয়াছেযাঁহারা গ্রহণে অনাসক্ত  বৈরাগ্যনিরতসেই ক্ষীণপাপ দ্যুতিমানগন ইহ জগতেই নির্বাণ লাভ করিয়াছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !