সুগন্ধতে পরিপূর্ণ এই ধূপ দানে,
পূজিতেছি পূজিতেছি বুদ্ধ ভগবানে।
পূজার উত্তম পাত্র তিনি গুণবান,
ধূপ দিয়া পূজিতেছি তাকে ভগবান।
এই শরীর বাহ্যে রয়েছে অতীব সুন্দর,
কিন্তু ইহার অভ্যান্তরে রয়েছে পূজি গন্ধবৎ।
যেমন ভাবে এই ধূপ যাবে ফুরাইয়া,
তেমনি এই শরীর যাবে বিলীন হইয়া।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।