নর লোক পরিহরি দেবলোক পায়।
ধর্মের শরণ গত নরকে না যায়,
নর লোক পরিহরি দেবলোক পায়।
সংঘের শরণ গত নরকে না যায়,
নর লোক পরিহরি দেবলোক পায়।
ভূধর, কন্দর কিংবা জনহীন বন,
শান্তি হেতু লয় লোকেসহস্র শরণ।
ত্রিরতœ শরণ কিন্তু সর্ব দুঃখ ক্ষয়,
লভিতে ইহারে সদা হও অগ্রসর।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।