গুরুবারে বুদ্ধাংকু মাতৃগর্ভে এল,
শুক্রবারে শুভলগ্নে ভূমিষ্ঠ হইল।
সোমবারে গৃহত্যাগ করেন সিদ্ধার্থ,
বুধবারে লভেন তিনি পরম বুদ্ধত্ব।
শনিবারে ধর্মচক্র করেন দেশন,
মঙ্গলবারে পরি নির্বাণ লভে বুদ্ধ ধন।
রবিবারে দাহ কার্য হল সমাপন,
সপ্তবারে সপ্তকার্য হল সমাপন।
এই সপ্তবারের মধ্যে শুধু মঙ্গলবার,
বড়ই শোকের বলি স্মরি বারে বার।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
শুক্রবারে শুভলগ্নে ভূমিষ্ঠ হইল।
সোমবারে গৃহত্যাগ করেন সিদ্ধার্থ,
বুধবারে লভেন তিনি পরম বুদ্ধত্ব।
শনিবারে ধর্মচক্র করেন দেশন,
মঙ্গলবারে পরি নির্বাণ লভে বুদ্ধ ধন।
রবিবারে দাহ কার্য হল সমাপন,
সপ্তবারে সপ্তকার্য হল সমাপন।
এই সপ্তবারের মধ্যে শুধু মঙ্গলবার,
বড়ই শোকের বলি স্মরি বারে বার।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।