বঙ্গার্থ: ভগবানের শ্রাবকসঙ্ঘ সুপথে প্রতিপন্ন, ঋজু আর্যঅষ্টাঙ্গিক মার্গ প্রতিপন্ন, ন্যায় বা নির্বাণ পথ প্রতিপন্ন, উত্তম বা উপযুক্ত পথ প্রতিপন্ন, ভগবানের শ্রাবক সঙ্ঘ যুগ্ম হিসাবে চার যুগ্ম এবং পুদগল হিসাবে আট আর্য পুদগলই চার প্রত্যয় দান - আহুতি লাভের যোগ্য, দূর দেশ হতে আগত অতি আদরের কুটুম্বের ন্যায় খাদ্য ভোজ্য দ্বারা পুজার যোগ্য, অঞ্জলিপুটে নতশিরে বন্দনার যোগ্য ও সমস্ত দেব-নরেব সর্বশ্রেষ্ঠ পুণ্য যতদিন আমার পরিনির্বাণ লাভ না হয় ততদিনের জন্য আমি সঙ্ঘের শরণ গ্রহণ করছি। অতীত অনাগত ও বর্তমানে যেই সঙ্গ আছেন, আমি তাঁদিগকে সর্বদা বন্দনা করছি। সঙ্ঘের শরণ ব্যতীত আমার অন্য কোন শরণ নেই। এ সত্য বাক্য দ্বারা আমার জয়মঙ্গল হোক। আমি উত্তামাঙ্গ দ্বারা সম্মতি ও পরমার্থ এই দ্বিবিধ সঙ্ঘকে বন্দনা করছি। সঙ্ঘের প্রতি আমাদ্বারা যে দোষ কৃত হয়েছে, সঙ্ঘ তা আমাকে ক্ষমা করুন।
নবগুণ সম্পন্ন সংঘ বন্দনা
0
মার্চ ০৮, ২০২০
নবগুণ সম্পন্ন সংঘ বন্দনা
সুপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, উজুপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো,
ঞাযপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, সামীচি পটিপন্নো ভগবতো সাবকসঙ্গো,
যদিদং চত্তারি পরিসযুগানি, আট্ঠাপুরিসপুগগলা, এস ভগবতো সাবকসঙ্গো,
অহুণেয্যো পাহুনেয্যো, দকখিনেয্যো, অঞ্জলি করণীয্যো,
অনুত্তরং পুঞ্ঞক্খত্তং লোকস্সতি।
সংঘং জীবিতপরিযন্তং সরণং গচ্ছামি।
যে চ সঙ্ঘা অতীতা চ, যে সঙ্ঘা অনাগতা,
পচ্চুপ্পন্না চ যে সঙ্ঘা, অহং বন্দামি সব্বদা।
নত্থি মে সরণং অঞ্ঞং, সঙ্ঘো মে সরণং বরং,
এতেন সচ্চবজ্জেন, হোতুমে জযমঙ্গলং।
উত্তমঙ্গেন বন্দে’হং সঙ্ঘঞ্চা দ্বিবিধুত্তমং,
সঙ্ঘে যো খলিতো দোসো, সঙ্ঘো খমতু তং মমং।
Tags
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।