অন্ধকার ধবংস কারী এই দ্বীপ দানে,
পুজেতেছি পুজিতেছি বুদ্ধ ভগবানে।
দ্বীপের আলোক যথা অন্ধকার হরে,
জ্ঞানের আলোক তথা মোহ দুর করে।
কেমন সুন্দর দ্বীপ নয়ন রঞ্জন,
কিন্তু ইহা হইতেছে ক্ষয় অনুক্ষণ।
এ সলিতা, এই তৈল, যবে ফুরাইবে,
তখনি এ যোগ জাত দ্বীপ নিভে যাবে।
সেইরূপ তৃষ্ণা-তৈল গেলে শুকাইয়া
জীবনের শিখা যায় নির্বাপিয়া।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।