ইহা বড় পূণ্য মহালাভের কারণ।
মিলি মোরা এক সঙ্গে আনন্দিত মনে,
নানা দ্রব্য সাজাইয়া পরম যতনে।
খাদ্য, ভোজ্য, প্রদীপ, পুষ্প, নানা সুভাষিত,
মহানন্দে বুদ্ধ পদে হইয়া ভক্তি চিত।
আনন্দেতে বিভূষিত আমাদের মন,
আজি মোর সবে দিব পূজা হয়ে এক মন।
অসার মানব কুলে পূণ্য বিনাধন,
নাহি হবে এই ভবে সুখের কারণ।
তাই এই পূন্য দিনে মিলি সর্বজন,
,এসো পূজি মহানন্দে বুদ্ধের চরণ।
দয়ার সাগর বুদ্ধ মুক্তির আকর,
অনন্ত পূণ্যে জ্যোতি জগতে প্রসার।
বুদ্ধ পূজায় মহাপূণ্য লভি সর্বজন,
লভিতে বাসনা সবে নির্বাণ কারণ।
এই পূজা, এই পূণ্য, প্রার্থনা করি অনুক্ষণ,
প্রার্থনায় ইহাতে মম হউক পূরন।
এই বন্দনা, এই পুজা, এই জ্ঞান প্রভায়।
সর্ব তৃষ্ণা, সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।