১। কায়-বাক্য-মনে
পাপ করিয়া বর্জন
২। গব গুনে জানিয়াছি ওহে ভগবান,
কামলোক রূপলোক অরূপ ভূবন।
৩। এতিন ভূবন হতে মুক্তিলাভ তরে,
দানশীল ভাবনাদি করিনু সাদরে।
৪। যাহা পূণ্য লাভ মোর হইলো ইহাতে,
বার বার প্রণমিয়া যাচি ভক্তিচিতে।
৫। অসাধুর সনে বাস না হয় কখন,
সাধুসঙ্গ লাভ করি যেন আজীবন।
৬। নির্বাণ ধরম শুনি বুদ্ধের সাক্ষাতে,
প্রব্রজ্যা হউক লাভ বুদ্ধের ছায়াতে।
৭। ঋদ্ধিমান চীবরাদি অষ্ট পরিষ্কার,
হউক পূণ্যের ফলে যাবি বার বার।
৮। তারপর স্রোতাপত্তি মার্গ আর ফল,
সকৃতগামী অনাগামী মার্গ আর ফল।
৯। অরহত্ত্ব মার্গফল লভিয়া তখন,
পরম নির্বাণ লাভ যাচি ভগবান।
১০। আমার সঞ্চিত পূণ্য যা হইল এখন,
গ্রহণ কর হে এবে সর্ব সত্ত্বগণ।
১১। লভি এই পূণ্যফল কর আর্শীবাদ,
অনির্বাণ পূণ্যে মম না হয় প্রমাদ।
১২। সুখী হও সুখী হও এ মৈত্রী ভাবনা,
দিবানিশি হিতসুখ করিনু কামনা।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।