সাধুবাদ বা সাধু-সাধু-সাধু অর্থ কী?

১। সাধুবাদ বা সাধু-সাধু-সাধু অর্থ কী?

উত্তর: সাধুবাদ অর্থ হচ্ছে সমর্থন করা, শ্রবণ করে অনুমোদন করা কিংবা স্ব-গৌরবে প্রসংশা করা। 

২। পৃথিবীতে মহামূল্যবান কি? 

উত্তর: জ্ঞানী লোকের সৎ পরামর্শ মহামূল্যবান। 

৩। বুদ্ধ মতে অনন্ত গুণ কি কি?

উত্তর: বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সংঘ গুণ অনন্ত, পিতা-মাতার গুণ অনন্ত, আচার্য্য বা গুরু গুণ অনন্ত। 

৪। ধর্ম কি আর সুখ কি? 

উত্তর: ধৈর্যই ধর্ম ত্যাগই সুখ। 

৫। গুরুজনকে ভক্তি করলে কি হয়? 

উত্তর: গুরুজনকে ভক্তি করলে উচ্চ পরিবারে জন্ম হয়, শ্রদ্ধাবান হয়। 

৬। দুঃখীর সেবা করলে কি হয়? 

উত্তর: স্বাস্থ্যবান হয়। 

৭। দান করলে কি হয়? 

উত্তর: ধনী হয়। 

৮। রাগ না করলে কি হয়? 

উত্তর: সুন্দর, মৈত্রী, করুনা, মুদিতা, উপেক্ষা ও প্রজ্ঞার ভাব উদয় হয়। 

৯। উপকার করলে কি হয়? 

উত্তর: পণ্ডিত হয়।

১০। অহংকার করলে কি হয়? 

উত্তর: নিচু কুলে জন্ম হয়। 

১১। প্রাণীকে আঘাত করলে কি হয়?

উত্তর: রোগা হয়। 

১২। কৃপন  হলে কি হয়? 

উত্তর: গরীব হয়। অভাবে দিন যাপন করতে হয়। 

১৩। হিংসা করলে কি হয়?

উত্তর: বিশ্রি হয়। 

১৪। পরের অনিষ্ট করলে কি হয়?

উত্তর: মূর্খ হয়। 

১৫। মানুষের কায়িক বা শরীর দ্বারা পাপ কি? 

উত্তর: শরীরের স্পর্শ  দ্বারা অপরের ক্ষতি করে এমন কাজই কায়িক বা শরীর দ্বারা পাপ যেমন- প্রাণী হত্যা, চুরি, অবৈধ কর্ম করা। 

১৬। মানুষের মুখের বা বাচনিক পাপ কি? 

উত্তর: মিথ্যা বলা, ভেদ বাক্য বলা, কটু বাক্য বলা ও বৃথা বাক্য বলা। 

১৭। মানুষের পঞ্চবল বা শক্তি কি? 

উত্তর: শ্রদ্ধাবল, বীর্যবল, স্মৃতি বল, সমাধি বল, প্রজ্ঞা বল। 

১৮। মানুষের শরীরে কত প্রকার অশুভ পদার্থ আছে? 

উত্তর: ৩২ প্রকার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !