উত্তর: ক) বহুজনের প্রিয়জন ও আদরনীয় হয়।
খ) কোন শত্রু থাকে না।
গ) সব সময় কাজে কর্মে নিদোর্ষী হয়।
ঘ) সজ্ঞানে মৃত্যু বরণ করে।
ঙ) মরণের পর সুগতি লাভ করে।
২। পৃথিবীতে কত প্রকার মানব আছে?
উত্তর: ৪ প্রকার মানব আছে। যেমন:- ক) নৈরয়িক মানব, খ) প্রেত মানব, গ) তির্যক মানব, ঘ) পরমার্থ মানব।
নৈরয়িক মানব কারাঃ যারা মানব জন্ম গ্রহণ করেও প্রাণি হত্যা ও যাবতীয় অকুশল কর্ম করে সাজা ও বিভিন্ন ধরনের শস্তি বা দুঃখ দায়ক শাস্তি পেয়ে থাকে, তাকে নৈরয়িক মানব বলে।
প্রেত মানবঃ যারা পূর্ব জন্মের পূণ্য কর্মের অভাবে আহার ও পাণীয় ক্ষুধার পিপাসায় কাতর হইয়া প্রেতের ন্যায় অতি দুঃখে জীবন যাপন করেন, তাদের প্রেত মানব বলে।
তির্যক মানবঃ যারা সর্বদা পরাধীন হয়ে অপরের ভার বহন করে, চরিত্রের নিয়ম সীমা অতিক্রম করে অনাচারের প্রবৃত্ত হয়। অপরের নিকট লাঞ্চিত হয়, মরণ ভয় করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সর্বদা দুঃখ ভোগ করে এবং নিলর্জ ভাবে ক্ষুধার দুঃখ ভোগ করে বিচরণ করে তাকে তির্যক মানব বলে।
পরমার্থ মানবঃ যারা সদা সর্বদা হিতহিত জ্ঞান রাখে, ভাল-মন্দের পার্থক্য করতে পারে, সদা কর্ম
ফলে বিশ্বাসী, লজ্জা ভয় শীল, সকল প্রাণির প্রতি মৈত্রীময়, সদা সর্বদা পূণ্য ক্রিয়া সমুহ সম্পাদন করে তাকে পরমার্থ মানব বলে।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।