প্ৰণতি গাথা
১। উজ্জ্বল বদন গৌর বর দেহং
বিনশতি নিরবধি ভাব বিদেহং
ত্রিভূবন পাবন কৃপয়া লেশং
ত্বং প্রণমামি চ শ্ৰীমায়া তনয়ং।
২। গর গর অন্তর ভাব বিকারং
দুৰ্জ্জন তৰ্জ্জন নাদ বিশালং
ভবভয় ভঞ্জণ, কারণ করুণং
ত্বং প্রণমামি চ শ্ৰীমায়া তনয়ং
৩। অরুণাম্বর ধর চারু কপোলং
ইন্দু বিনিন্দিত নখচয় রুচিরং
জল্পিত নিজগুণ নাম বিষাদং
তুং প্রণমামি চ শ্ৰীমায়া তনয়ং
৪। বিগলিত নয়ন কমলজ ধারং
বুদ্ধের জীবন ও বাণী
ভূষণ নবরস ভাব বিকারং
গতি অতি মনোহর গজেন্দ্র বেবং
ত্বং প্রণমামি চ শ্ৰীমায়া তনয়ং
৫। চঞ্চল চারু চরণ গতি রুচিরং
রঞ্জিত মঞ্জিত মুখরস ধীরং
ইন্দুবিনিন্দিত শীতল বদনং
ত্বংপ্রণমামি চ শ্রীমায়া তনয়ং
৬। ত্রিচীবর ধারী পিণ্ডপাত্র হস্তং
দিব্য কলেবর সুমণ্ডিত মণ্ডং
দুৰ্জ্জন কিস্মিষ খণ্ডন দণ্ডং
ত্বং প্রণমামি চ শ্ৰীমায়া তনয়ং।
৭। ভুবন তরুজ অলকাবলি ললিতং
কস্মিত বিম্বাধর বররুচিরং
মলয়জ বিরচিত উজ্জ্বল তিলকং
ত্বং প্রণমামি চ শ্রীমায়া তনয়ং।
৮। নিন্দিত অরুণ কমলাদল নয়নং
আজানুলম্বিত শ্রীভুজ যুগলং,
দান -শীল ভাবনা নিত্য দেশকং
ত্বং প্রণমামি চ শ্ৰীমায়া তনয়ং।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।