বুদ্ধ বন্দনা গাথা
১। ভগবান আরহত তিনি একারণ?
সম্যক, সম্বুদ্ধ পূর্ণ বিদ্যা আচরণ।
২। সগত লোকবিদূ আর অনুত্তর,
সারথী পুরুষদম্য ত্রিলোক ভাস্কর।
৩। দেব নর গুরচ তিনি বুদ্ধ ভগবান,
স্বরি তার গুণ নীতি বন্দি শ্রী চরণ ।
৪। নির্বাণ অবধি আমি বুদ্ধের শরণে,
গমন করিনূ এবে ভক্তিযুত মনে।
৫। অতীত ও অনাগত যত বুদ্ধগণ,
বর্তমান বুদ্ধ সহ বন্দি সর্বক্ষণ।
৬। বুদ্ধের শরণ শ্রেষ্ঠ অন্য নাহি আর,
এ সত্য মঙ্গল জয় হউক আমার।
৭। বরোত্তম পদরজঃ বন্দি আমি নতশির
দোষ মোর ভুল মোর ক্ষমা প্রভু বুদ্ধবীর।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।