পৃথিবী থেকে স্বর্গের দূরত্ব কত?

পৃথিবী থেকে স্বর্গের দূরত্ব কত?


মিলিন্দপ্রশ্ন গ্রন্থে রাজা মিলিন্দ ভিক্ষু নাগসেনকে প্রশ্ন করছেন ব্রহ্মলোক হতে পৃথিবীর দূরত্ব কত? ভিক্ষু নাগসেন উপমাসমেত রাজা মিলিন্দকে তা বুঝি দিলেন।

নিচে রাজা মিলিন্দ ও ভিক্ষু নাগসেন এর কথোপকত হুবাহু তুলে দেওয়া হলো-

ব্রহ্মলোকের দূরত্ব

রাজা বলিলেন-“ভন্তে নাগসেন । এখান হইতে ব্রহ্মলোক কত দূর ?”

মহারাজ ! এখান হইতে ব্রহ্মলোক বহু দূর। যদি কূটাগার পরিমাণ শিলা তথা হইতে পতিত হয় তবে উহা একদিন এবং এক রাত্রে আটচল্লিশ শত সহস্ৰ যোজন চলিয়া চারি মাসে পৃথিবীতে আসিয়া পৌছিবে।

ভন্তে নাগসেন ! তথাপি আপনারা কিরূপে বলেন যে, কোন বলবান পুরুষ যতটুকু সময়ে সঙ্কুচিত বাহু প্রসারিত করে এবং প্রসারিত বাহু সঙ্কুচিত করে, সেই অল্প সময়ের মধ্যে বশীভূতচিত্ত ঋদ্ধিমান ভিক্ষু জম্বুদ্বীপে অন্তর্হিত হইয়া ব্রহ্মলোক পৌছিতে পারেন ?, আমি ইহা বিশ্বাস করি না (যে এত শীঘ্র এত শত সহস্ৰ যোজন কেহ যাইতে পারিবে)।

স্থবির কহিলেন—“মহারাজ ! আপনার জন্মভূমি কোথায়?”

ভন্তে! অলসন্দ নামক এক দ্বীপ আছে, তথায় আমার জন্ম হইয়াছে।

মহারাজ! এখান হইতে অলসন্দ কত দূর ?”

ভন্তে! দুই শত যোজন মাত্র।

মহারাজ! সেখানে করিয়াছেন এমন কোন কাজের কথা আপনি স্মরণ করিতে পারেন কি?”

হাঁ, ভন্তে! স্মরণ করতে পারি।

মহারাজ! এত শীঘ্র আপনি দুই শত যোজন কি করিয়া গেলেন?”

ভন্তে নাগসেন ! আপনি দক্ষ।

 

লোকভেদ হইলেও উৎপত্তি যুগপৎ

রাজা বলিলেন-“ভন্তে নাগসেন ! যে ব্যক্তি এখানে কালগত হইয়া ব্রহ্মলোকে উৎপন্ন হয়, আর যে ব্যক্তি এখানে কালগত হইয়া কাশ্মীরে উৎপন্ন হয়, উহাদের মধ্যে কে শীঘ্র ও কে বিলম্বে উৎপন্ন হইবে?”

মহারাজ ! দুইজন একই সময়ে উৎপন্ন হইবে?”

উপমা প্রদান করুন।

মহারাজ ! কোন্ নগরে আপনার জন্ম হইয়াছে?”

ভন্তে ! কলসী নামক এক গ্রামে আছে, তথায় আমার জন্ম হইয়াছে।

মহারাজ ! এখন হইতে কলসী গ্রাম কত দূর?”

ভন্তে ! দুই শত যোজন মাত্র।

মহারাজ ! এখান হইতে কাশ্মীর কত দূর?

ভন্তে ! দ্বাদশ যোজন মাত্র।

মহারাজ! এখন আপনি কলসী গ্রামের বিষয় চিন্তা করুন।

ভন্তে! চিন্তা করিয়াছি।

মহারাজ ! এখন আপনি কাশ্মীর সম্বন্ধে চিন্তা করুন।

ভন্তে! চিন্তা করিয়াছি।

মহারাজ! এখন বলুন দেখি কোন্টা বিলম্বে চিন্তা করিলেন আর কোন্টা শীঘ্র চিন্তা করিলেন?”

ভন্তে! উভয় স্থানের স্মরণ সম পরিমাণ সময়ে হইয়াছে।

মহারাজ! এইরূপেই এই স্থানে কালগত হইয়া-ব্রহ্মলোক কিংবা কাশ্মীরে -যেই স্থানে হউক সম পরিমাণ সময়ে উৎপন্ন হইবে।

আরও উপমা প্রদান করুন।

মহারাজ! যেমন দুইটি পক্ষী আকাশে উড়িয়া গেল। একই সময়ে তাহাদের একটি উচ্চ বৃক্ষে আর একটি নিচের বৃক্ষে বসিল। একসঙ্গে উপবিষ্ট উভয়ের মধ্যে কাহার ছায়া প্রথমে এবং কাহার ছায়া পরে পৃথিবীতে পড়িবে?”

ভন্তে! দুইটির ছায়া একসঙ্গে পড়িবে।

মহারাজ! এইরূপেই যদি কেহ এখানে কালগত হইয়া বৃক্ষলোকে উৎপন্ন হয়, আর কেহ কাশ্মীরে উৎপন্ন হয়, তবে তাহার উভয়ে সম পরিমাণ সময়ে উৎপন্ন হইবে।

ভন্তে নাগসেনআপনি দক্ষ !”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !