জীবহত্যা পাপ নয়, প্রাণীহত্যা মহাপাপ
পঞ্চশীল বা অবশ্যই পালনীয় নিয়ম
কেন জীবহত্যা না বলে বুদ্ধ প্রাণি হত্যা বলেছেন-
বুদ্ধমতে প্রাণি বলতে কি বুঝায়
কাজেই বৌদ্ধরা খাদ্য হিসেবে প্লান্টি বা উদ্ভিদকে গ্রহণ করতে ধর্মীয়ভাবে কোন বাঁধা নাই। তাছাড়া উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করতে কোন সংঘর্ষও নাই। কেউ কেউ ভাবতে পারেন আপনি প্রাণি হত্যা না করে শরীরের জন্য প্রয়োজনীয় সব খাদ্য উপাদান উদ্ভিদ থেকে পাবেন কিভাবে?
উদ্ভিদ জগতে খাদ্যের মোট ৫টি উপাদনের সব ক‘টি বিদ্যমান আছে। খাদ্যের মোট ৫টি উপাদান হলো- শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহপদার্থ, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি। জীব জগতের প্লান্টি বা উদ্ভিদ রাজ্যে খাদ্যের সব উপাদান বিদ্যমান।
শর্করার প্রধান উপাদন- ভাত, গম, আলু ইত্যাদি। আমিষের প্রধান উপাদান প্রাণিজ মাংস হলেও উদ্ভিদ জগতে আমিষ পাওয়া যায় যেমন: ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি। আবার সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী এবং ভুট্টার তেল স্নেহপদার্থ। সব ধরনের ভিটামিন আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ, সালফার ইত্যাদি লবণ জাতীয় দ্রব্য খাদ্য মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফল খনিজ লবণের প্রধান উৎস।
তাহলে আমরা দেখলাম খাদ্যের সব উপাদান আমরা উদ্ভিদ থেকে পেতে পারি। তাই জীবন ধারনের জন্য বৌদ্ধরা বা যে কোন মানুষ প্রাণি হত্যা না করেও খাদ্য গ্রহণ করতে অসুবিধা হবে না। বরং প্রাণিজ খাদ্যে রোগবালায় বেশি। বর্তমান বিশ্বের বড়বড় ডাক্তারগণ লাল মাংস পরিহার করতে পরামর্শ দিয়ে থাকেন। কাজেই বুদ্ধ যথার্থ বলেছেন, জীব হত্যা নয় প্রাণি হত্যা মহাপাপ।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।