ভারতের তীর্থ ভিসা দেওয়ার জন্য রাজি হয়েছে - কিভাবে পাবেন?

ভারতের তীর্থ ভিসা দেওয়ার জন্য রাজি হয়েছে - কিভাবে পাবেন?


ভারতের তীর্থ ভিসার ব্যাপারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শ্রী সদ্ধর্ম শাসন ধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের মহোদয় ভারতের হাইকমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশগ্রহণ করেন। এ বৈঠকে ভারতের পক্ষ থেকে স্বল্প সংখ্যক তীর্থ ভিসা (মেডিকেল নয়) প্রদানের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

বৌদ্ধ ভিক্ষু ও তীর্থযাত্রীদের জন্য এই ঘোষণা অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভারতের পবিত্র স্থানসমূহে তীর্থযাত্রার আকাঙ্ক্ষা পোষণ করে আসছিলেন। এবার সে স্বপ্ন পূরণে এক ধাপ এগোলো বাংলাদেশ।

তীর্থ ভিসা কার্যক্রমকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতির নির্দেশে একটি কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের আবাসিক প্রধান ও ভিক্ষুদের।

এ বিষয়ে যোগাযোগের জন্য নিচের দুই ভিক্ষুর সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে:

  • ভদন্ত নিব্বুতি থের, আবাসিক প্রধান, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, মোবাইল নম্বর: 01874-499344।
  • ভদন্ত ধর্মরত্ন ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, মোবইল নম্বর: 01894-895735

ইচ্ছুক ভক্ত ও উপাসকগণকে তাদের পাসপোর্টের কপি সহ দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে, যেন যথাসময়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শুধুমাত্র তীর্থযাত্রা নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এই বিষয়ে আরও তথ্য ও আপডেট জানতে চোখ রাখুন আমাদের পেইজে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !