মিলিন্দপ্রশ্ন (পর্ব-১৯)


ধর্ম দর্শন

১২। রাজা বলিলেন- “ভন্তে! আপনি কি ধর্ম দর্শন করিয়াছেন?”
মহারাজ! বুদ্ধের উপদেশ অনুসারে তাঁহার শিক্ষাপ্রণালী শ্রাবকদের সারা জীবন আচরণ করিতে হয়।
ভন্তে নাগসেন! আপনি দক্ষ।"

সংক্রমণ বিনা প্রতিসন্ধি

১৩। রাজা বলিলেন- “ভন্তে! সংক্রমণ বিনা পূনর্জন্ম হয় কি?”
হাঁ, মহারাজ! সংক্রমণ বিনা পূনর্জন্ম হয়।
ভন্তে নাগসেন! তাহা কি প্রকারে সম্ভব? উপমা প্রদান করুন।
মহারাজ! যেমন কোন ব্যক্তি এক প্রদীপ হইতে অপর প্রদীপ জ্বালায়, তবে প্রথম প্রদীপ হইতে দ্বিতীয় প্রদীপ সংক্রমণ করে কি?”
“না, ভান্তে।”
মহারাজ! এই প্রকারেই, সংক্রমণ বিনা পুনর্জন্ম হয়।
আরও উপমা প্রদান করুন।
মহারাজ! আপনার এমন কোন শ্লোক মনে আছে কি যাহা বাল্যকালে। কোন শ্লোকাচার্যের নিকট শিক্ষা লাভ করিয়াছেন?”
হাঁ, ভন্তে! মনে আছে।
মহারাজ! সেই শ্লোকাচার্যের মুখ হইতে বাহির হইয়া আপনার মধ্যে। সংক্ৰমণ করিয়াছে কি?”
না, ভন্তে!”
মহারাজ! এই প্রকারে সংক্রমণ বিনা পুনর্জন্ম হয়।
ভন্তে নাগসেন! আপনি দক্ষ।

জ্ঞাতার উপলব্ধি

১৪। রাজা বলিলেন, “ভন্তে! জ্ঞাতার (আত্মার) উপলব্ধি হয় কি?”
স্থবির কহিলেন- “মহারাজ! পরমার্থ হিসাবে এইরূপ জ্ঞাতা কেহ নাই।
ভন্তে আগসেন! আপনি দক্ষ।
অন্যদেহে সংক্রমণ
১৫। রাজা বলিলেন- “ভন্তে নাগসেন! এমন কোনও সত্ত্ব আছে কি যে এই দেহ হইতে অন্য দেহে সংক্রমণ করে?”
“না, মহারাজ!”
ভন্তে নাগসে! যদি দেহ হইতে অন্য দেহে সংক্রমণকারী কেহ না থাকে, তবে (পাপকারী) স্বীয় পাপকর্ম হইতে মুক্ত হইবে নহে কি?”
হাঁ, মহারাজ! যদি তাহার পুনর্জন্ম না হয় তবে সে স্বীয় পাপকর্ম হইতে নিশ্চয়ই মুক্ত হইবে। আর যেহেতু সে পুনর্জন্ম গ্রহণ করে তদ্ধেতু পাপকর্ম হইতে সে মুক্ত নহে।
ভন্তে! উপমা প্রদান করুন।
মহারাজ! যদি কেহ পরের আম্র চুরি করে তবে সে দন্ডার্হ্য হইবে কিনা?”
হাঁ, ভন্তে! হইবে।"
মহারাজ! মালিক যে আম্র রোপণ করিয়াছে সে তাহা চুরি করে নাই, কেন সে দন্ডার্হ্য হইবে?”
ভন্তে! (মালিকর রোপিত) আম্র প্রবাহকে আশ্রয় করিয়াই পরবর্তী অম্র ফলিয়াছে। সুতরাং সে দন্ডপ্রাপ্ত হইবে।
মহারাজ! এই প্রকারেই মানুষ এই নাম- রূপের সাহায্যে ভালো কিংবা মন্দ কর্ম সম্পাদন করে, সেই কর্ম দ্বারী অপর নাম-রূপ জন্মগ্রহণ করে। সুতরাং সে আপন কর্ম হইতে মুক্ত হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !