দ্বিতীয় বর্গ
বুদ্ধের অস্তিত্ব সম্বন্ধে শঙ্কা
৯। রাজা বলিলেন-
“ভন্তে নাগসেন! আপনি ভগবান বুদ্ধকে
দেখিয়াছেন?"
“না, মহারাজ!”
আপনার আচার্যগণ বুদ্ধকে দেখিয়াছেন?“
“না, মহারাজ!”
”ভন্তে! তাহা হইলে বুদ্ধ
ছিলেন না।"
“মহারাজ! হিমালয় পর্বতে ‘উহা’ নামক নদী
আপনি দেখিয়াছেন?”
”না, ভান্তে।”
“মহারাজ! তাহা হইলে ‘উহা'
নদী কি নাই?"
“আছে, ভন্তে! আমি কিংবা আমার
পিতা না দেখিলেও সেই
নদী আছে।"
“মহারাজ! সেই প্রকার, যদিও
আমি কিংবা আমার আচার্যগণ ভগবান
বুদ্ধকে দেখি নাই তথাপি
তিনি ছিলেন।”
“ভন্তে নাগসেন! আপনি দক্ষ।"
বুদ্ধ অনুত্তর
১০। রাজা বলিলেন-
“ভন্তে নাগসেন! ভগবান বুদ্ধ অনুত্তর (শ্রেষ্ঠতম) কি?”
“হাঁ, মহারাজ! ভগবান
অনুত্তর।"
“ভন্তে নাগসেন! আপনি তাহাকে না
দেখিয়াই কি প্রকারে বলিতে
পারেন যে বুদ্ধ অনুত্তর?"
“মহারাজ! আপনি কি মনে
করেন যাহারা মহাসমুদ্র দেখে নাই তাহারা
কি জানিতে পারে যে উহা
বিশাল, গভীর, অপরিমেয় এবং অগাধ-এবং
যাহাতে গঙ্গা, যমুনা, অচিরবতী, সরভু ও মহী
এই পঞ্চ মহানদী গিয়া
সর্বদা পতিত হইতেছে? উহার
ঊনত্ব বা পূর্ণত্বও জানিতে
পারে কি?"
"হাঁ, ভন্তে! জানিতে
পারে।"
“মহারাজ! এই প্রকারই, তাঁহার
নির্বাণপ্রাপ্ত বড় বড় শিষ্যগণকে
দেখিয়া জানিতে পারি যে ভগবান
অনুত্তর।”
“ভন্তে নাগসেন! আপনি দক্ষ।”
বুদ্ধের অনুত্তরত্ব সম্বন্ধে জানা
১১। রাজা বলিলেন-
“ভন্তে নাগসেন! 'বুদ্ধ অনুত্তর’ ইহা জানা যায়
কি?”
“হাঁ, মহারাজ! জানা
যায়।”
“ভন্তে নাগসেন! কি প্রকারে জানা
যায় যে বুদ্ধ অনুত্তর?”
“মহারাজ! অতীতকালে তিষ্য স্থবির নামে এক বিখ্যাত
লেখাকাচার্য ছিলেন। বহু বর্ষ পূর্বে
তিনি দেহত্যাগ করিয়াছেন, তথাপি তাঁহাকে লোকে কি প্রকারে
জানে?”
“ভন্তে! তাহার লেখা দ্বারা।”
“মহারাজ! এই প্রকারে যিনি
ধর্মকে দেখেন, তিনি ভগবানকে দেখেন;
কেননা ভগবানই ধর্মোপদেশ করিয়াছেন।”
“ভন্তে নাগসেন! আপনি দক্ষ।”
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।