পূরেন্তং
বোধিসম্ভারে নিব্বত্তং
মোরযোনিযং,
যেন সংবিহিতারক্খং মহাসত্তং বনেচরা
চিরসসং বাযমন্তাপি নেব সক্খিংসু গণিহতুং,
ব্রহ্মমন্তন্তি অক্খাতং পরিত্তং তং ভণাম হে।
১। উদেতযং চকখুমা একরাজা।
হরিসবন্নো পঠবিপ্পভাসো।
তং তং নমস্সামি হরিস্সবন্নং পঠবিপ্পভাসং,
তযজ্জগুত্তা বিহরেমু দিবসং।
২। যে ব্রাহ্মণা বেদগূ সব্বধম্মে
তে মে নমো তে চ মং পালযন্তু,
নমত্থু বুদ্ধানং নমত্থু বোধিয
নমো বিমুত্তানং, নমো বিমুত্তিয
ইমং সো পরিত্তং কত্বামোরো চরতি এসনা।
৩। অপেতযং চক্খুমা একরাজা,
হরিস্সবন্নো পঠবিপ্পভাসো,
তং তং নমস্সামি হরিস্সবন্নং পঠবিপ্পভাসং।
তযজ্জগুত্তা বিহরেমু রত্তিং।
৪। যে ব্রাহ্মণা বেদগূ সব্বধম্মে
তে মে নমো তে চ মং পালাযন্তু।
নমত্থু বুদ্ধানং নমত্থু বোধিযা।
নমো বিমুত্তানং, নমো বিমুত্তিয
ইমং সো পরিত্তং কত্বা মোরো বাসমকপ্পযীতি।
বিঃদ্রঃ- বোধিসম্ভার পূর্ণ করবার সময় বোধিসত্ত্ব ময়ূর কূলে জন্ম গ্রহণ করেছিলেন। সকাল-বিকাল মোর পরিত্রাণ পাঠ করিয়া ৭০০ বৎসরকাল সেই ময়ূর দিবা-রাত্রি নিরূপদ্রবে তথায় বাস করেছিলেন। অতএব, দেখা যায় উপরিউক্ত পরিত্রাণ সূত্রটি প্রত্যেকে প্রতিদিন নিয়মিত পাঠ করলে সার্বিক মঙ্গল সাধিত হবে।
Good
উত্তরমুছুনআমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।