বুদ্ধ বন্দনা গাথা


নমো তস্স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্স
সাতগীর যক্ষ নমে “নমো” নাম ধরে।
অসুরেন্দ্র্র ‘তস্স’ বলি নমষ্কার করে।
চারি লোকপাল নমে ‘ভগবতো’ আর,
নমিল ‘অরহতো’ বলি ইন্দ্র গুণধার।
‘সম্মসম্বুদ্ধস্স’ নমে মহব্রহ্মা পরে
অষ্ট জনে পঞ্চভাবে নমষ্কার করে।
দেব হ’তে নমষ্কার হইল প্রচার।
আমিও শ্রীবুদ্ধপদে করি নমষ্কার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !