শরণ গ্রহণের ফল গাথা


বুদ্ধের শরণাগত নরকে না যায়;
নরলোক পরিহরি দেবলোক পায়।

ধর্মের শরণাগত নরকে না যায়,
নরলোক পরিহরি দেবলোক পায়।

সংঘের শরণাগত নরকে না যায়,
নরলোক পরিহরি দেবলোক পায়।

ভূধর কন্দর কিংবা জনহীন বন;
শান্তি হেতু লয় লোক সহস্র শরণ।

ত্রিরত্ন শরণ কিন্তু সর্বদুঃখহর,
লভিতে ইহারে সদা হও অগ্রসর
এই বন্দনা, এই পূজা, এ জ্ঞান প্রভায়
সর্বতৃষ্ণা, সর্বদুঃখ ক্ষয় যেন পায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !