পৃথিবীর ইতিহাসে যে সব বিখ্যাত ব্যক্তিবর্গ ইহুদি ধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন তাদের তালিকা সংগ্রহ করতে চেষ্টা করেছে ত্রিশরণ। ত্রিশরণ প্রতিটি ব্যক্তির যারা বিভিন্ন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তাদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করবে এই সিরিজে। নিয়মিত চোখ রাখুন ত্রিশরণ ব্লগে।
- ন্যায়াপনিকা মহাথেরা (১৯০১-১৯৯৪): জার্মান বংশোদ্ভূত থেরবাদ সন্ন্যাসী, সহ-প্রতিষ্ঠাতা এবং the Buddhist Publication Society এর প্রথম সভাপতি।
- ভিক্ষু বোধি (১৯৪৪-–): আমেরিকান থেরবাদ বৌদ্ধ সন্ন্যাসী এবং পণ্ডিত, the Buddhist Global Relief এর প্রতিষ্ঠাতা।
- আইয়া খেমা (১৯২৩-১৯৯৭): জার্মান বৌদ্ধ শিক্ষক এবং বৌদ্ধ মহিলাদের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের অন্যতম সংগঠক।
যারা ইসলাম ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তাদের তালিাক পেতে লিংকে ক্লিক করুন।
- ল্যারি রোজেনবার্গ (১৯৩২–): আমেরিকান বৌদ্ধ শিক্ষক যিনি কেমব্রিজ ইনসাইট মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন।
- পিটার কোয়োট (১৯৪১-): আমেরিকান অভিনেতা এবং লেখক।
- সূর্য দাস (১৯৫০-): একজন লামা। যিনি Dzogchen Foundation and Centers প্রতিষ্ঠা করেছিলেন।
- টেটসুগেন বার্নার্ড গ্লাসম্যান (১৯৩৯-২০১৮): আমেরিকান জেন বৌদ্ধ রোশি এবং জেন পিসমেকাসের সহ-প্রতিষ্ঠাতা।
- জোকেতসু নরম্যান ফিশার (১৯৪৬–): একজন আমেরিকান কবি, লেখক এবং সোটো জেন যাজক।
তিনি এভরিডে জেন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
যারা হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে তাদের তালিকা পেতে ক্লিক করুন।
- হোজান অ্যালান সেনাউকে (১৯৪৭–): সোটো জেন পুরোহিত, লোক সঙ্গীতজ্ঞ এবং কবি।
- জ্যাক কর্নফিল্ড (১৯৪৫–): আমেরিকান থেরাবাদ বৌদ্ধধর্মের বিপাসনা আন্দোলনের শিক্ষক।
- শ্যারন সালজবার্গ (১৯৫২–): ধ্যানের শিক্ষক এবং ইনসাইট মেডিটেশন সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা।
- গোল্ডি জিন হ্যান (১৯৪৫–): আমেরিকান অভিনেত্রী, প্রযোজক, নৃত্যশিল্পী এবং গায়ক।
- স্টিভেন সিগাল (১৯৫২–): আমেরিকান অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার, মার্শাল আর্টিস্ট এবং সঙ্গীতজ্ঞ। যিনি একাধারে আমেরিকান, সার্বিয়ান এবং রাশিয়ান নাগরিকত্ব ধারণ করেন।
- রবার্ট ডাউনি জুনিয়র (১৯৬৫–): আমেরিকান অভিনেতা এবং প্রযোজক।
- অনিতা ফেং: একজন জেন বৌদ্ধ মাস্টার এবং নর্থগেটের ব্লু হেরন জেন কমিউনিটির গাইডিং শিক্ষক।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।