অনিত্য বন্দনা গাথা
১। ননামি বুদ্ধং গুণ সাগরন্তং,
সত্তা সদা হোন্ত সুখী অবেরা।
কায়োজিগুচ্ছো অসূচী দুর্গন্ধো,
গচ্ছন্তি সব্বে মরণং অহং চ।
২। নমামি ধম্মং সুগতেন দেসিতং,
সত্তা সদা হোন্তু সুখী অবেরা।
কায়োজিগুচ্ছো অসূচী দুর্গন্ধো,
গচ্ছন্তি সব্বে মরণং অহং চ ।
৩। নমামি সংঙ্ঘং মুরিরাজ সাবকং,
সত্তা সদা হোন্তু সুখী অবেরা।
কায়োজিগুচ্ছো অসূচী দুর্গন্ধো,
গচ্ছন্তি সব্বে মরণং অহং চ
অনিত্য গাথার বাংলা
১। নমিতেছি বুদ্ধে আমি নমি অতঃপর,
বৈরী শূণ্য হোক প্রাণী সুখী নিরন্তর
ঘৃণিত এই দেহ আর দুর্গন্ধ অশুভ,
সকলে মরিতেছে আমিও মরিব।
২। সুগত দেশিত ধর্মে নমি অতঃপর,
বৈরী শূণ্য হোক প্রাণী সুখী নিরন্তর
ঘৃণিত এই দেহ আর দুর্গন্ধ অশুভ,
সকলে মরিতেছে আমিও মরিব।
৩। মুনীন্দ্র শ্রাবক সংঘে নমি অতঃপর,
বৈরী শূণ্য হোক প্রাণী সুখী নিরন্তর
ঘৃণিত এই দেহ আর দুর্গন্ধ অশুভ,
সকলে মরিতেছে আমিও মরিব ।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।