আত্ন দৰ্শন গাথা
“জাগ্রত হইয়া নিজে অপরে জাগাও
দান্ত হয়ে দমনীতি অপরে শিখাও
নিজে শান্ত হয়ে পরে শমথ বুঝাও
উত্তীর্ণ হয়ে ত্রান পথ সকলে দেখাও
স্বয়ং “নির্বাণ” লভি প্রচার ‘নির্বাণ’।
কৃতজ্ঞ প্রণাম লও শাস্তা ভগবান।
এ বন্দনা, এই পূজা, এই জ্ঞান প্রভায়
সর্ব তৃষ্ণা সর্ব দুঃখ ক্ষয় যেন পায় ।
“বাল” সঙ্গে সমাগম যেন নহি হয়,
লোক ধর্মে যে চিত্ত যেন অকম্পিত
শীল ও সমাধি প্রজ্ঞা নিয়ত আমার,
যেন সুরক্ষিত থাকে আদর্শে তোমার,
মৈত্রীর অমৃতে থাকি নিত্য নিমগণ,
বিলাব অমিত মৈত্রী তোমারি মতন
তোমার চিন্তার ধারা আমার মানসে
বহুক ফল্গুক মত নিশীতে দিবসে,
তোমার জ্ঞানের শিখা আমার অন্তর
উজ্জলি দেখাক শান্তি পথ নিরন্তর।
যত দিন শেষ নাহি হয় পর্যটন,
আদর্শ আদর্শ মম তুমি ভগবান।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।