দেবতা আমন্ত্রণ, বিশেষ দেবতা আমন্ত্রণ, পুণ্য বিতরণ ও উৎসাহ প্রদান, দেবতাগণের নিকট ক্ষমা প্রার্থনা

দেবতা আমন্ত্রণ

সমন্ত চক্কাবালেসু অত্রাগচ্ছন্ত দেবতা;
সদ্ধম্মং মুনিরাজস্স, সুনন্ত সগগমোক্খদং।
ধম্মস্সবণকালো অযং ভদন্তা। (৩বার)

বিশেষ দেবতা আমন্ত্রণ

যে সন্তা সন্তচিত্তা তিসরণসরণা এত্থলোকন্তরে বা
ভুম্মাভুম্মা দেবা গুণগণ-গহণ-ব্যাবটা সব্বাকালং,
এতে আযন্ত দেবা বরকণকমযে মেরুজে বসন্তো।
সন্তো সন্তোসহেতুং মুনিবর বচনং, সেতুমগগং সমগগং

পুণ্য বিতরণ উৎসাহ প্রদান

সব্বেসু চক্কবালেসু যক্‌খা দেবা ব্ৰহ্মণো
যং অম্হেহি কতং পুঞং সব্বসম্পত্তি-সাধকং,
সব্বেতং অনুমোদিত্বা সমগগা সাসনে রতা
পমাদরহিতা হোন্তু আরক্খাসু বিসেসতো।
সাসনস্স লোকস্স বুড্ঢী ভবতু সব্বদা
সাসনম্পি লোকঞ্চ দেবরকখন্তু সব্বদা।
সদ্ধিং হোন্তু সুখী সব্বে পরিবারেহি অত্তনো।
অনীঘা সুমনা হোন্তু সহ সব্বেহি ঞাতিভি।

দেবতাগণের নিকট ক্ষমা প্রার্থনা

রাজতো বা, চোরতো বা, মনুস্সতো বা, অমনুস্সতো বা,
অগগিতো বা, উদকতো বা, পিসাচতো বা, খানুকতো বা,
কন্টকতো বা, নক্খত্ততো বা, জনপদ রোগতো বা, অসধম্মতো বা,
অসন্দিট্ঠিতো বা, অসপ্পুরিসতো বা, চন্ডহন্থি অস্স-মিগ-গোণ
কুকুর-অহি-বিচ্ছিক মনিসপ্প-দীপি-অচ্ছ-তরচ্ছ-সুকর মহিস যক্খ-রক্খসাদীহি,
নানা ভযতো বা, নানা রোগতো বা, নানা উপদ্দবতো বা, আরকখং গনহন্তু দেবতা।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !