১। যাঁহার সংসারের পথ শেষ হইয়াছে, যিনি বিগতশোক,
সর্বপ্রকারে বিমুক্ত ও সর্ববন্ধনবিহীন হইয়াছেন, তাঁহাদের দুঃখ [পরিদাহ] থাকে না।
২। যাঁহারা স্মৃতিমান ও উদ্যামশীল তাঁহারা গৃহে
আসক্ত নহেন; হংস যেমন জলাশয় ত্যাগ করিয়া যায়, তাঁহারাও তেমনই গৃহ পরিত্যাগ করেন।
৩। যাঁহাদের সঞ্চয় নাই, যাঁহারা পরিজ্ঞতভোজী, শূণ্যতা
ও অনিত্তি-রূপ বিমোক্ষ যাঁহাদের গোচর হইয়াছে, আকাশে বিহঙ্গের গতির ন্যায় তাঁহাদের গতি
র্দুজ্ঞেয়।
৪। যাঁহাদের পাপসমূহ ক্ষয়প্রাপ্ত হইয়াছে, যিনি
আহারে অনাসক্ত, শূণ্যতা ও অনিমিত্ত-রূপ বিমোক্ষ যাঁহার গোচর হইয়াছে, নবশ্চর বিহঙ্গের
ন্যায় তাঁহার পদাঙ্ক নিরূপণ অসম্ভব।
৫। সরথি দ্বারা সংযত অশ্বের ন্যায় যাঁহার ইন্দ্রিয়সমূহ
শান্ত হইয়াছে, যিনি নিরভিমান ও নিষ্কলুষ তদ্রুপ ব্যক্তিদের সাহচর্য দেবতাদেরও স্পৃহনীয়।
৬। যিনি পৃথিবীর ন্যায় অক্ষুদ্ধ, স্তন্তের [ইন্দ্রখীল]
ন্যায় দৃঢ়, সরোবরের ন্যায় অনবিল তাদৃশ ব্যক্তির সংসার [জন্মান্তর] হয় না।
৭।
যিনি সম্যকজ্ঞানবিমৃক্ত ও শান্ত হইয়াছেন,
তাঁহার মন, বাক্য ও কার্য শান্ত হয়।
৮। যিনি অন্ধবিশ্বাসহীন [অশ্রুদ্ধ], যিনি অকৃতজ্ঞ
[নির্বাণজ্ঞ], যাঁহার বন্ধনছিন্ন, [পূনর্জন্মের] অবকাশ নষ্ট এবং কামনা নিবৃত্ত হইয়াছে-
তিনিই পুরুষোত্তম।
৯। গ্রামে কিংবা অরণ্যে, নিম্নে কিংবা [উচ্চ] ভূমিতে-
যেখানেই অর্হতগণ অবস্থান করেন, সে স্থানই রমণীয়।
১০। সাধারণ লোক যেখানে আন্দাজ পায় না, সেই অরণ্যসকল
রমণীয়; বীতরাগ ব্যক্তিগণ তথায় আনন্দানুভত করেন—কারণ তাঁহারা কামন্বেষী নহেন।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।