একদিন অনাথপিন্ডিক জেতবন বিহারে উপস্থিত হয়ে ভগবান বুদ্ধকে অভিবাদন বা বন্দনা করে একান্তে উপবেশন করলেন। তখন ভগবান বুদ্ধ তাঁহাকে এইরূপ উপদেশ দিলেন যে-গৃহপতি, বুদ্ধ শাসনে আর্য শিষ্যগণ স্বর্গ সম্পত্তি ও যশকীর্তি লাভের যোগ্য চারটি বিষয় পূর্ণ করে থাকে ।সেই চারটি বিষয় হল:
ইহলোকে তাঁরা-
১) ভিক্ষু সংঘকে চীবর দিয়ে সেবা করে ।
২) আহার দিয়ে সেবা করে ।
৩) শয্যাসন বা বাসস্থান (কুঠির) দিয়ে সেবা করে।
৪) ভৈষজ্জ বা বিভিন্ন ধরণের পানীয় দিয়ে সেবা করে ।
সুতরাং এই চারটি বিষয়কে আমি গৃহীদের পক্ষে স্বর্গ ও যশকীর্তি লাভের পন্থা বলে আখ্যায়িত করছি । শীলবান ভিক্ষু সংঘকে চীবর, শয়নাসন ও ঔষধাদি দান করে পন্ডিত ব্যক্তিগণ গৃহীর কর্তব্য পালন করে। তাতে তাদের অহরহ পুণ্য বৃদ্ধি হতে থাকে ।তাঁরা এই পুণ্য কর্ম করে সুগতি লাভ করতে সক্ষম হয় ।তাই বলি:-
সুকর্মের ফলে প্রাণী উর্দ্ধ লোকে যায়।
ঈশ্বর প্রভাবে দুঃশীল স্বর্গ কিবা পায়?
লেখক ও সংগ্রহে:-কর্ম রক্ষিত ভান্তে, কলকাতা, ভারত ।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।