মালুংক্যপুত্রর দশটি প্রশ্ন


দ(caps)শটি প্রশ্নে বুদ্ধ নিশ্চুপ থেকে নিস্পৃহ ভাব পোষণ করেছেন, এগুলোকে বুদ্ধের দশ -কথনীয় (অব্যাকৃত) বাক্য বলে চিহ্নিত করা হয়।

শ্রাবস্তীর জেতবনে মালুংক্যপুত্র বুদ্ধকে দশটি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন বিষয়ক উত্তর দানে বুদ্ধ নিস্পৃহ ভাব পোষণ করেছিলেন। এগুলোকেই বুদ্ধগণের দশ -কথনীয় বাক্য বলা হয়। 

প্রশ্নবাক্যগুলি, 

লোক বিষয়ক:

) লোক কি নিত্য?

) লোক কি অনিত্য?

) লোক কি অন্ত?

) লোক কি অনন্ত? 

জীব শরীরের ঐক্য বিষয়ক:

) জীব তার শরীর কি একই বস্তু?

) জীব তার শরীর কি পৃথক বস্তু? 

নির্বাণপ্রাপ্তী পরবর্তী অবস্থা বিষয়ক:

) মৃত্যুর পর সকলেই কি তথাগত(মুক্ত) হয়?

) মৃত্যুর পর সকলেই কি তথাগত(মুক্ত) হয় না?

)মৃত্যুর পর তথাগত(মুক্ত) হয় এবং হয়না ?

১০) মৃত্যুর পর তথাগত(মুক্ত) হয়না, না হয়ই না?

গৌতম বুদ্ধ চলমান দার্শনিক বিবাদ এড়াতেই এসকল প্রশ্নের উত্তরে মৌনতা অবলম্বন করেছেন। এই দশ -কথনীয় বাক্য প্রসঙ্গে বুদ্ধ বলেছেন, "আমি একে -কথনীয় বলেছি, কারণ, সম্বন্ধে আলোচনা গুরুত্বপূর্ণ নয়, ভিক্ষু চর্য বা ব্রহ্মচর্যের জন্যও যোগ্য নয়, আবার নির্বেদ-বৈরাগ্যশান্তি, পরমজ্ঞান নির্বাণপ্রাপ্তির জন্যও এই -কথনীয়ের কোন আবশ্যকতা নেই; তাই আমি এগুলিকে বলেছি, অব্যাকৃত।" (দর্শন-দিগদর্শন > রাহুল সাংকৃত্যায়ন)

ত্রিশরণ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !