প্রকৃতির রাজ্য সরে আনন্দিত রয়।
মাঠ ভরা দান ক্ষেত সোনার বরণ,
দেখিতে সুন্দর কত না যার বর্ণন।
মৃদু মৃদু বায়ু যবে প্রবাহিত হয়,
অপূর্ব তরঙ্গ খেলে ধান ক্ষেত ময়।
গোলাপ টগর চাঁপা শেফালি মালতি,
জল পদ্ম, স্থল পদ্ম, বেলা, জবা যুথি।
সুন্দর কুসুম রাশি বিকশিয়া ভরে,
সুমধুর গন্ধ দানে তৃপ্ত করে সবে।
কমলিনী কুমুদিনী ফোঁটে সরোবরে,
লিকুল তাহে নিত্যে গুণ গুণ করে।
পূর্ণ শশাঙ্ক আরো দেখে মান্তে স্নিগ্ধময়,
কুমুদিনী পেয়ে তারা আনন্দিত হয়।
প্রত্যুষে বিহঙ্গ কুল ডানা বিস্তারিয়া,
কল কল শব্দ করে আনন্দে মাতিয়া।
এমন সুন্দর দিনে বুদ্ধ প্রাণধন,
তাবতিংশ বর্ষাবাস করি সমাপন।
স্বর্ণ রোপ্য, মনিময় দিব্য সিঁড়ি দিয়া,
শাংকস্য নগর ধারে আসেন নামিয়া।
দেব নর ব্রহ্ম সবে সদা পরস্পর,
অবধি দুষ্টি দেখে পরম সুন্দর।
এই সুন্দর ক্ষণে দেব ব্রহ্মা নর,
সাধুবাদ করি তোলে ভূবন মুখরিত।
এমন সুন্দর দিনে মোরা সবে মিলি,
সর্বজ্ঞ বুদ্দকে পুজি ভক্তি প্রাণ খুলে।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।