যা করা হয়েছে তাই সমাপ্তি- ১০
থাইল্যান্ডে বর্ষাকাল হচ্ছে জুলাই থেকে অক্টোবর। এসময় ভিক্ষুরা বেড়ানো বন্ধ করে, তাদের সব কাজ তুলে রাখে আর পড়াশোনা এবং ধ্যানে নিজেকে ডুবিয়ে রাখে। এই সময়টাকে বলা হয় বর্ষাবাস।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েক বছর আগে একজন বিখ্যাত ভিক্ষু তার বনবিহারের জন্য একটা নতুন হল বানাচ্ছিল। যখন বর্ষা এল, সে সব কাজ বন্ধ করল, আর নির্মাণকারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিল। তার বিহারে এই সময়টা ছিল নিরবতার সময়।
কয়েকদিন পরে এক দর্শনার্থী আসলো, অর্ধনির্মিত বিল্ডিংটা দেখল আর অধ্যক্ষকে জিজ্ঞেস করল কখন তার বিল্ডিংটা সম্পূর্ণ হবে। ইতস্ততঃ না করেই বুড়ো ভিক্ষুটি বললো, ‘হলটি সমাপ্ত।’
‘হলটি সমাপ্ত’ মানে কী বলতে চাচ্ছেন?’ অবাক হয়ে দর্শনার্থী জানতে চাইল। ‘এর ছাদটাও এখনো দেয়া হয় নি। দরজা নেই, জানালা নেই, সারা ফ্লোর জুড়ে কাঠের টুকরো আর সিমেন্টের বস্তা ছড়িয়ে আছে। আপনি কি এটাকে এভাবেই রেখে দেবেন নাকি? আপনি কি পাগল হয়ে গেছেন? হলটি সমাপ্ত- কথার মানে কী?’
বুড়ো অধ্যক্ষ হেসে ভদ্রভাবে উত্তর দিল, ‘যা করা হয়েছে, তাই সমাপ্ত।’ এই বলে সে ধ্যান করতে চলে গেল। এভাবেই কাজের মাঝে একটা ব্রেক নিতে হয়। তা নাহলে আমাদের কাজ কখনোই শেষ হবার নয়।’
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।