হিন্দুধর্ম ত্যাগ যারা বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন

Hindu to Buddha

পৃথিবীর ইতিহাসে যে সব বিখ্যাত ব্যক্তিবর্গ হিন্দুধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন তাদের তালিকা সংগ্রহ করতে চেষ্টা করেছে ত্রিশরণ। ত্রিশরণ প্রতিটি ব্যক্তির যারা  বিভিন্ন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন তাদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করবে এই সিরিজে। নিয়মিত চোখ রাখুন ত্রিশরণ ব্লগে। 

বি.আর. আম্বেদকর (১৮৯১-১৯৫৬): ভারতের সংবিধানের প্রধান স্থপতি।

জগদীশ কাশ্যপ (১৯০৮-১৯৭৬): বৌদ্ধ ভিক্ষু।

ভদন্ত আনন্দ কৌসল্যায়ন: বৌদ্ধ ভিক্ষু, লেখক এবং পণ্ডিত।

বালাচন্দ্রন চুল্লিক্কাডু (১৯৫৭-): কেরালার মালয়ালম ভাষার কবি।

রাহুল সাংকৃত্যায়ন (১৮৯৩-১৯৬৩): হিন্দি লেখক এবং অনুবাদক।

আইয়োথি থাস (১৮৪৫-১৯১৪): সিদ্ধ অনুশীলনকারী এবং দ্রাবিড় আন্দোলনের নেতা।

লক্ষ্মণ মানে (১৯৪৯–): দলিত লেখক এবং সমাজকর্মী।

স্বামী প্রসাদ মৌর্য: রাজনীতিবিদ।

উদিত রাজ (১৯৫৮–): বিশিষ্ট ভারতীয় সমাজকর্মী এবং বৌদ্ধ বিতর্কবিদ।

লেনিন রঘুবংশী (১৯৭০-): কর্মী, পিপলস ভিজিল্যান্স কমিটি অন হিউম্যান রাইটস (PVCHR) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

সুরেশ ভাট (১৯৩২-২০০৩): ভারতীয় কবি লেখক।

প্রচীন চৌহান: ভারতীয় টেলিভিশন অভিনেতা।

টিসকা চোপড়া (১৯৭৩ –): ভারতীয় অভিনেত্রী, লেখক এবং চলচ্চিত্র প্রযোজক।

বিনয় জৈন: ভারতীয় টেলিভিশন অভিনেতা।

পুনম জোশী (১৯৮০–): ভারতীয় টেলিভিশন সোপ অপেরা অভিনেত্রী।

শিবানী কাশ্যপ: ভারতের গায়ক।


আরো পড়ুন>>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !