বুদ্ধনির্বাণ গাথা
ওগো
বুদ্ধ নির্বাণ গেল গো, ঐ ধ্যানে বসিয়া,
বুদ্ধদেবে
নির্বাণ যাইতে আনন্দ দেখিল।
আনন্দ
দেখিয়া তখন কাদিতে লাগিল (ঐ)
বুদ্ধদেবে
ধীরে ধীরে ঐ আনন্দকে বলে,
কেঁদনা
আনন্দ তুমি কেঁদনা আর (ঐ)
আনন্দ
বলেন প্রভু নিবাণ যে যাইবা,
এ
সংসারের পাপীতাপী উদ্ধারিবে কে (ঐ)
যেসত্য ধর্ম দিয়াছিলাম এই ভব সংসারে,
সে
সত্য ধর্ম রক্ষা করিলে জীবে উদ্ধার হবে (ঐ)
বুদ্ধদেবে
নির্বাণ যেতে শিষ্যগণ আসিল, দেখে
অকস্মাৎ
করাঘাত যেন শিরেতে পড়িল। (ঐ)
সবে
মিলে এই করিল, বুদ্ধের জয়ধ্বনি দিল,
জয়ধ্বনি
পেয়ে বুদ্ধ নির্বাণ চলে গেলে। (ঐ)
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।