পঞ্চশীল লংঘনের কুফল গাথা - Panchshil Langoner Kufal Gata

পঞ্চশীল লংঘনের কুফল গাথা - Panchshil Langoner Kufal Gata


পঞ্চশীল লংঘনের কুফল গাথা

১। পূর্ব জন্মে প্রাণী হত্যা করি জীবগণ,

ইহজন্মে ধন-ধান্য বিবিধ রতন;

কন্দর্প সমান রূপ পেয়েও যৌবনে,

অকালে মরণ লভে প্রাণীর হননে।

২। পূর্বজন্মে পরবিত্ত করিয়া হরণ,

অনাথ হইয়া করে ভিক্ষা আচরণ,

ঝুলি হাতে দেখি তারে হেয় জ্ঞান করে,

জীর্ণ-বস্ত্র পরি সদা শত্রু ঘরে ফিরে।

৩। জন্মে জন্মে ব্যভিচারে এই ফল হয়,

পুরচ্য নারীত্ব লভে জানিও নিশ্চয়,

আর হয় নপুংসক, নারী হয় নারী,

মহাদুঃখ ভোগে তারা দিবস শর্বরী।

জন্মে জন্মে মিথ্যা বাক্য ভাষি হীনজন,

মুখেতে দূর্গন্ধ বহে, অপ্রিয় দর্শন,

জড়-মূক, হীন বুদ্ধি বহু জন্ম হয়,

অনন্ত দুঃখের ভাগী হইবে নিশ্চয়।

৫। হলাহল বিষসম সরাপান করি,

উন্মাদ অনাথ হয় লজ্জা পরিহরি

জ্ঞাতি মরণাদি তার দুঃখ পরিহরি।

জ্ঞাতি মরণাদি তার দুঃখ উপজয়,

শোকতাপ সহে কত বিশ্রী দেহ হয়।

পঞ্চশীলের শিক্ষা ইহাই জানিবে।


পঞ্চশীল লংঘনের কুফল গাথা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !