পঞ্চশীল গাথা (পদ্যানুবাদ) || Panchashil Gata (Poem)

পঞ্চশীল গাথা (পদ্যানুবাদ) || Panchashil Gata (Poem)


পঞ্চশীলগাথা (পদ্যানুবাদ)

(১)

প্রাণী হত্যা করিবেনা হবেনা কারণ,

তাহাতে সম্মতি দিবেনা কখন।

প্রাণী হননের কভু না হবে সহায়,

অপরে আদেশ আর নাহি দিবে তায়।

আত্মবৎ সর্বজীবে হৃদয়ে ভাবিবে,

প্রথম শীলের শিক্ষা ইহাই জানিবে ।

 

(২)

পর দ্রব্য হরিবে না হবেনা কারণ,

তাহাতে সম্মতি দিবেনা কখন।

হেন আচরণে কভু না হবে সহায়,

অপরে আদেশ আর নাহি দিবে তাই

পরদ্রব্য লোষ্ট্রসম হৃদয়ে ভাবিবে,

দ্বিতীয় শীলের শিক্ষা ইহাই জানিবে।

 

(৩)

নিজ স্বামী স্ত্রীর মধ্যে সম্মতি গ্রহণে,

যথোচিত সময়েতে সহবাস বিনে।

করিবে না মিথ্যা কামচর্চা কদাচন,

দিবেনা সম্মতি পরে হবেনা কারণ।

হেন কুকর্মের কভু হবেনা সহায়,

অপরে আদেশ আর নাহি দিবে তায়।

পরস্ত্রীকে মাতৃসম করিবেন জ্ঞান,

নিজ নারী বিনে সব মায়ের সমান,

বিবাহিত হয় নাই যেইসব মেয়ে

তাদিগে ভগিনী মত ভাবিবে হৃদয়ে।

বেশ্যা পরনারী প্রতি নাহি দিব মন,

স্বীয় রমনীতে তুষ্ট রবে অনুক্ষণ

অপর পুরচষে আর রমনী নিশ্চয়,

পিতা মহোদয় সব জানিবে নিশ্চয়।

এই সব হৃদয়ে সদা অঙ্কিত রাখিবে,

তৃতীয় শীলের শিক্ষা ইহাই জানিবে।


ধর্ম বই PDF(download) 



(৪)

মিথ্যা, বৃথা, কটু, ভেদ বাক্য চতুষ্টয়,

বলিবেনা যাতে সদা, কুফল ফলয়।

সবার ব্যবহারে অপরে কখন,

আদেশ সামতি নাহি করিবে অর্পন,

হবেনা সহায় আর কারণ তাহার,

যতনে করিবে সদা মিথ্যা পরিহার।

নিরন্তর স্বীয় জিহ্বা শাসনে রাখিবে,

চতুর্থ শীলের শিক্ষা ইহাই জানিবে।

 

(৫)

কিবা সুরা গাঁজা অহিফেন ভাঙ,

নেশা মাত্র করিবেনা সেবন কি পান।

আদেশ সম্মতি পরে দিবেনা তাহায়,

হবেনা তাহার আর কারণ সহায়।

আন্তরিক ঘৃণা তাহে সতত রাখিবে।


আরো পড়ুন>>

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !