উরুবেলা গাথা
১। অবিয় ধরম লইল জনম উরুবেলা তব বুকে,
বুদ্ধ সুগত সপ্তাহ সাত যাপিল বিমুক্তি সুখে ।
অগ্নিহোত্রি লভিল মুক্তি “আদিত্ত-সুত্র” শুনি,
তুমি গো আমার শ্রদ্ধা রতন, তুমি গো তীর্থ মুনি।
২। সুজাতার অন্ন হউক প্রসন্ন, যথা উপাসক আদি,
কত পুণ্য কথা তবে সনে গাথা রহিয়াছে নিরবধি ।
তোমার স্মরণে তব দরশনে জীবনে ধন্য মানি,
তুমি গো আমার শ্রদ্ধা রতন, তুমি গো তীর্থ মুনি।
৩। শ্রদ্ধায় অন্তর শ্রদ্ধাময় কর গড়িল পালঙ্ক ধারে,
শ্রদ্ধা পাথরে বোধি মন্দিরে শ্রদ্ধা মুরতি করে
আসে দূর হতে শ্রদ্ধা জানাইতে সদাশত দীন ধনী,
তুমি গো আমার শ্রদ্ধা রতন, তুমি গো তীর্থ মুনি।
৪। তোমার বাতাসে সদা ঘুরে ভাসে সেই মহা নিদান কথা,
প্রভায় যাহার ঘুচে অন্ধকার পালায় দুঃখের ব্যথা।
তোমার অন্তর তাঁহার অন্তর দেখায় সুন্দর আনি,
তুমি গো আমার শ্রদ্ধা রতন, তুমি গো তীর্থ মুনি।
৫। তব ধূলি কণা সে পদ লাঞ্ছনা গৌরবে আছে ধরে,
তব নৈরঞ্জনা জীবন ব্যঞ্জনা দেখায় দেবতা নরে।
শৈলে-শৈলে তব করি অনুভব সাধনা মুরতি খানি,
তুমি গো আমার শ্রদ্ধা রতন, তুমি গো তীর্থ মুনি।
৬। তব বোধি দ্রুত প্রাণে অনুপম বিলায় শাস্তি
সাধনার ভূমি সিদ্ধির ভূমি তুমি সে বুদ্ধ গয়া
আসন্ন ভীতির নিমিত্ত হইয়া শুনাইও অনাত্নক
তুমি গো আমার শ্রদ্ধা রতন, তুমি গো তীর্থ মুনি।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।