বুদ্ধ ও নিন্দুক গাথা
বুদ্ধ দেবে নিন্দা করে নিব্বোর্ধ এক এসে,
বুদ্ধ তখন মধুর সুরে কহেন তারে হেসে।
তোমার নিন্দা তোমার থাক নিলাম তা আমি,
বন্ধু আমি নিত্য তোমার রইব হিতকামী
ধ্বনির পিছে যেমন ছুটে প্রতিধ্বনি যত,
ছায়া যেমন কায়ার পিছে ছুটছে অবিরত।
বন্ধু জেনো সদাই যারা অপকর্ম করে,
যন্ত্রনা ও তাদের পিছে তেমনি অনুসরে।
সাধু যারা নিন্দা করে কাটায় তারে দুঃখে,
আকাশেতে ফেললে থু থু পড়বে নিজের মুখে।
আকাশ তাতে হয় না মলিন হয় না সাধুর ক্ষতি,
এই কু-কাজে নিন্দুকের হয় বড় দুর্গতি
বন্ধু জেনো উল্টো হাওয়ায় ফেল্লে ধূলো ছুঁড়ে,
তোমার গায়ে সে ধূলো যে লাগবে উড়ে।
বুদ্ধ কথায় নিন্দাকারী চোখের জলে ভেসে
বুদ্ধ দেবের চরণ তলে শরণ নিল শেষে।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।