বুদ্ধগয়ায় রতন সূত্র পাঠ আয়োজন


সমগ্র বিশ্ব আজ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। বিশ্বজুড়ে আজ যে বিষয় নিয়ে আবাল-বৃদ্ধ-বনিতা খবরাখবর ও মাতামাতি করছে সেটা হলো “কভিড-১৯” বা “করোনা” ভাইরাস। মহামানব গৌতম বুদ্ধের সময় বৈশালীতে এমন এক মহামারি রোগের প্রাদুর্ভাব হয়েছিল।  তখন গৌতম বুদ্ধ মানবের রোগ-ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য ”রতণ সূত্র” আবৃত্তি করেছিল।  এবং  এর সুফল বৈশালীবাসী পেয়েছিল। আজকের  এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বুদ্ধের মুখনিঃসৃত রতণ সূত্র পাঠের আয়োজন করেছে বুদ্ধগয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !