সমগ্র বিশ্ব আজ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। বিশ্বজুড়ে আজ যে বিষয় নিয়ে আবাল-বৃদ্ধ-বনিতা খবরাখবর ও মাতামাতি করছে সেটা হলো “কভিড-১৯” বা “করোনা” ভাইরাস। মহামানব গৌতম বুদ্ধের সময় বৈশালীতে এমন এক মহামারি রোগের প্রাদুর্ভাব হয়েছিল। তখন গৌতম বুদ্ধ মানবের রোগ-ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য ”রতণ সূত্র” আবৃত্তি করেছিল। এবং এর সুফল বৈশালীবাসী পেয়েছিল। আজকের এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বুদ্ধের মুখনিঃসৃত রতণ সূত্র পাঠের আয়োজন করেছে বুদ্ধগয়া।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।