ধর্মপদ (৬. পণ্ডিত বর্গ)

ত্রিশরণ

.          যিনি [তোমার] ত্রুটি প্রদর্শন করেন তজ্জন্য ভর্ৎসনা করেন, সেই মেধাবীকে গুপ্তনিধি প্রদর্শকের ন্যায় দেখিবে। যে ব্যক্তি তাদৃশ পণ্ডিতকে ভজনা করে তাহার মঙ্গলই হয় অমঙ্গল নয়।
.         যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসত্য নিবারণ করেন তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন।
.         পাপী মিত্রের সংসর্গ করিবে না, নরাধম ব্যক্তির সংসর্গ করিবে না, কল্যাণমিত্রদের পুরুষোত্তমদের সংসর্গ করিবে।
.         ধর্মপ্রাণ ব্যক্তি প্রসন্নচিত্তে সুখে বাস করেন ; পণ্ডিতব্যক্তি আর্যোপদিষ্ট ধর্মে সর্বদা রত থাকেন।
.         সেচকগণ জলকে [যথেচ্ছ] পরিচালিত করে, শরনির্মাতা শরকে ইচ্ছানুরূপ গঠন করে, সূত্রধরেরা কাষ্ঠখ-কে আয়ত্ত করে; আর পণ্ডিতগণ দমণ করেন নিজেকে।
.        কঠিন পর্বত যেমন বায়ুদ্বারা কম্পিত হয় না, তদ্রুপ পণ্ডিত ব্যক্তিরা নিন্দা-প্রশংসাতে বিচলিত হন না।
       গভীর, স্বচ্ছ অনাবিল, হ্রদের ন্যায় পণ্ডিতব্যক্তিরা ধর্মোপদেশ শ্রবণ করিয়া প্রসন্ন হন।
.         সৎপুরুষেরা সমস্ত আসক্তি বর্জন করেন; সত্ত্বগণ কাম্য বস্তুর আলোচনা করেন না; তাঁহারা সুখে উলস্নাসিত কিংবা দুঃখে অবসন্ন হন না।
.         যিনি অধর্মত নিজের জন্য কিংবা পরের জন্য পুত্র, ধন বা রাষ্ট্র কামনা করেন না, এমন কি সমৃদ্ধিও ইচ্ছা করেন না তিনিই প্রকৃত শীলবান, প্রজ্ঞাবান ধার্মিক।
১০.       [ধর্ম সাগরের] পারগামী মানুষের সংখ্যা নিতান্তই অল্প; অবশিষ্ট জনতা তার তীরেই ধাবমান।
১১.        যাঁরা সুব্যাখ্যাত ধর্মানুযায়ী জীবনগঠনে প্রবৃত্ত, কেবল তাঁরাই সুদুস্তর মৃত্যুর অধিকার উত্তীর্ণ হয়ে পরপারে গমণ করেন।
১২-১৩. পণ্ডিত অসত্য(কৃষ্ণ) ধর্ম ত্যাগ করিয়া সত্য (শুক্‌র) ধর্ম অনুসরণ করিবেন; আগার হইতে অনাগারত্ব লাভ করিয়া যে নিঃসঙ্গতায় (বিবেক) আনন্দলাভ দুঃসাধ্য সেই নিঃসঙ্গতাতেই তিনি অভিরতি (আনন্দ) লাভের সাধনা করিবেন; কামনা ত্যাগ করিয়া অকিঞ্চন হইয়া পণ্ডিত চিত্তত চিত্তক্লেশ হইতে নিজেকে পরিশুদ্ধ রাখিবেন।
১৪.       সম্ভোধি-অঙ্গে যাঁহাদের চিত্ত সুগঠিত হইয়াছে, যাঁহারা গ্রহণে অনাসক্ত বৈরাগ্যনিরত, সেই ক্ষীণপাপ দ্যুতিমানগন ইহ জগতেই নির্বাণ লাভ করিয়াছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !