বুদ্ধ পূজার গাথা
১। বুদ্ধ পূজার কি আনন্দ ওহে ভক্তগণ,
ইহা বড় পুণ্য মহা লাভের কারণ।
২। মিলি মাের এক সঙ্গে আনন্দিত মনে,
নানা রূপ সাজাইয়া পরম যতনে।
৩। খাদ্য ভােজ্য প্রদীপাদি পুপ নানা সুভাষ
মহানন্দে বুদ্ধ পদে হইয়া ভক্তি চিত।
৪। আনন্দেতে বিভূষিত আমাদের মন,
আজি সবে দিব পূজা হইয়া একমন
৫। আমার মানব কুলে পুণ্য বিনাধন,
নাহি ভবে এই ভবে সুখের কারণ।
ধর্মীয় pfd বই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সকল বই ফ্রি(download)
৬। তাই এই পুণ্যে দিনে মিলি সর্বজন,
এসাে পূজি মহানন্দে বুদ্ধের চরণ।
৭। দয়ার সাগর বুদ্ধ মুক্তির আকার,
অনন্ত পুণ্যের জ্যোতি জগতে প্রসার।
৮। বুদ্ধ পূজার মহা পুণ্য লভি সর্বজন,
লভিতে বাসনা সবে নির্বাণ কারণ।
৯। এই পূজা এই পুণ্য যাচি অনুক্ষণ,
প্রার্থনা ইহাতে মম হউক পূরণ।
১০। এই পূজা এই পুণ্য এই জ্ঞান প্রভায়,
সর্ব তৃষ্ণ সর্ব দুঃখ ক্ষয় যেন পায়।
আমাদের কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কমেন্ট পড়া মাত্র প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করবো।